০১৩ কি সিম | 013 কোন সিমের নাম্বার | 013 Which Operator In Bangladesh
013 কি সিম বা কোন সিমের নাম্বার - আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন সিমের সিরিয়ালের নাম্বার নিয়ে কথা বলব। এটি লিখেও গুগোল অনেকে সার্চ করেন 013 এটি কোন সিমের নাম্বার বিস্তারিত আপনাদেরকে নিচে লিখে দিচ্ছি।
আরো দেখুন - স্যামসাং গ্যালাক্সি a50 মোবাইল দাম কত
ভিভো ভি ২৭ ৫জি এর দাম কত বাংলাদেশে
013 কোন সিমের নাম্বার
013 কোন সিমের নাম্বার সঠিক উত্তর হল - এটি গ্রামীণফোনের নতুন একটি সিরিয়াল নাম্বার এর সিম। বিভিন্ন ধরনের নতুন নতুন অফার নিয়ে মূলত 013 এই সিরিজের নাম্বারটি চালু হয়েছে আপনারা ভালো লাগলে এই সিরিজের নাম্বার কিনে রাখতে পারেন।
অন্য পোষ্ট: 016 কি নাম্বার | 016 which operator in Bangladesh
কোন সিম কিনবো
কোন সিম কিনবেন মূলত এটি নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর। তবে একটা ব্যাপার মাথায় রাখবেন বর্তমানে যেহেতু ইন্টারনেটের যুগ সেহেতু আপনার এলাকায় যেই সিমে ইন্টারনেট ভালো চলে আপনার উচিত হবে কেনা।
গ্রামীন সিমের সকল কোড
গ্রামীণফোন সিমের প্রয়োজনীয় কোড নিচে তুলে ধরা হলো।
ব্যালেন্স দেখতে ডায়াল করুন : *566#
ইন্টারনেট ব্যালেন্স চেক করুন : *566*10#
নিজের নাম্বার বের করতে ডায়াল করুন : *2#
বর্তমান প্যাকেজ জানার ডায়াল কোড : *121164#
এমবি চেক করার নতুন ডায়াল কোড : *5661*4#
এস এম এস ব্যালেন্স চেক করতে ডায়াল করুন : *566*2#
ইমার্জেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন: *101013#
মিনিট দেখার ডায়াল কোড : *566*24# অথবা *566*20#
বোনাস মিনিট দেখার ডায়াল কোড : *56620#
এস এম এস দেখতে ডায়াল করুন: *5662# অথবা *566*14#
রিকুয়েষ্ট কল করার ডায়াল কোড : 123Number#
আপনি যদি একজন গ্রামীণফোন সিমের গ্রাহক হয়ে থাকেন আশা করি এই কোডগুলি আপনার কাজে আসবে।