015 কোন সিম | 015 কোন সিমের নাম্বার | 015 Which Operator In Bangladesh
015 কোন সিম বা কোন সিমের নাম্বার - আজকে কথা বলব বাংলাদেশের অন্যতম সিম কোম্পানি গুলি নিয়ে। গুগলে অনেকেই এ বিষয়টি জানতে চান 015 কোন সিমের নাম্বার অথবা কোন দেশের নাম্বার । এই বিষয়টি নিয়ে এই বিষয়টি সহ আরো বেশ কিছু বিষয় এই পোষ্টের মাধ্যমে তুলে ধরা হবে আশা করি পোস্টটি আপনাদের কাজে আসবে।
015 কোন সিমের নাম্বার অথবা কোন দেশের নাম্বার
প্রথমেই বলতে চাই 015 কোন দেশের নাম্বার এটি মূলত বাংলাদেশের একমাত্র নিজস্ব সিম কোম্পানি টেলিটক সিমের নাম্বার । টেলিটক সিমের নাম্বার মূলত 015 দিয়ে শুরু । আমরা চাই টেলিটক কোম্পানি ভালো সার্ভিস দিয়ে খুব দ্রুত পরিস্থিতি নিয়ে আসুক যাতে করে কেউ জিজ্ঞেস না করে যে 015 কোন সিমের নাম্বার।
টেলিটক সিমের নাম্বার কিভাবে দেখা যায়
টেলিটক সিমের নাম্বার দুটি উপায়ে আপনি দেখতে পারেন একটি হল ডায়াল কোড এর মাধ্যমে এসএমএস এর মাধ্যমে। দুটি উপায়ে আমি আপনাদের তুলে ধরছি আপনাদের সুবিধামতো আপনারা নাম্বার দেখে নেবেন টেলিটক সিমের।
ডায়াল কোড ব্যবহার করে টেলিটক সিম নাম্বার দেখার উপায়
আপনার টেলিটক সিম থেকে ডায়াল করুন *551#। একটু সময় অপেক্ষা করলেই আপনি আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পাবেন।
এসএমএসের মাধ্যমে টেলিটক সিমের নাম্বার দেখার উপায়
এসএমএসের মাধ্যমে আপনি টেলিটক সিমের নাম্বার দেখতে চাইলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন বড় হাতের P এবং সেন্ড করুন 154 নাম্বারে ফিরতি ম্যাসেজে আপনি আপনার টেলিটক সিমের নাম্বার দেখতে পাবেন।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url