014 কি নাম্বার | 014 কোন সিমের নাম্বার | 014 Which Operator In Bangladesh

014 কি নাম্বার বা কোন সিমের নাম্বার । পুরো বিষয়টি জানার জন্য আপনি এই পোস্টটি ভালভাবে পড়ুন 014 মূলত নতুন সিরিয়ালের একটি নাম্বার।

  014 কি নাম্বার বা কোন সিমের নাম্বার (014 which operator in Bangladesh)- আজকে কথা বলব একটি সিম নাম্বার নিয়ে যেটা লিখে গুগলে অনেকেই সার্চ করেন যে এই সিরিয়াল নাম্বারটি আসলে কোন সিমের সম্পূর্ণ বিষয়টি আমি তুলে ধরার চেষ্টা করছি।

014 কি নাম্বার | 014 কোন সিমের নাম্বার | 014 Which Operator In Bangladesh


014 কোন সিমের নাম্বার | 014 Which Operator in Bangladesh

01 4 কোন সিমের নাম্বার এটি লিখে গুগলে অনেকেই সার্চ করেন। এটি সঠিক উত্তর হলঃ 014 বাংলালিংক সিমের নতুন সিরিয়ালের নাম্বার । একটি সূত্রে জানা গেছে যে বাংলালিংক কোম্পানি 014 এই সিরিজে 1 কোটি সিম তারা বিক্রি করবে।

বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড

বাংলালিংক সিমের নাম্বার দেখার কোড এই বিষয়টি গুগোল এ অনেক সার্চ হয় । আপনি যদি বাংলালিংকের একজন গ্রাহক হয়ে থাকেন এবং বাংলালিংক সিমের নাম্বার দেখতে চান তাহলে আপনার মোবাইল ফোনে গিয়ে ডায়াল করুন *511#। ডায়াল করার একটু সময় পড় আপনার মোবাইল ফোনেই বাংলালিংক সিমের নাম্বার দেখতে পাবেন।

বাংলালিংক সিমের টাকা দেখার কোড

আপনি যদি বাংলালিংকের একজন গ্রাহক হয়ে থাকেন এবং আপনার বাংলালিংক সিমের টাকা দেখার কোড এর প্রয়োজন হয় তাহলে এই কোডটি ব্যবহার করুন * 124 #। এই কোডটি ডায়াল করার একটু সময় পর আপনি আপনার বাংলালিংক সিমের টাকা দেখতে পাবেন।


পরবর্তী পোস্ট পূর্ববর্তী পোস্ট
কোন মন্তব্য নেই
এই পোস্ট সম্পর্কে আপনার মন্তব্য জানান

দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।

comment url