রবি নাম্বার দেখার নিয়ম | Robi Number Check Code 2023

 রবি নাম্বার দেখার নিয়ম ( Robi Number Check Code 2023) : আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রবি সিমের নাম্বার দেখার নিয়ম নিয়ে। কিভাবে আপনারা খুব সহজে রবি সিমের নাম্বার বের করবেন । আপনি যদি নতুন রবি সিম কিনে থাকেন এবং সেই নাম্বার ভুলে যান কোন ব্যাপার না খুব সহজেই আপনার ভুলে যাওয়া সেই নাম্বারটি আপনি বের করতে পারবেন।

অন্য পোষ্ট:  উপায় মোবাইল ব্যাংকিং কোড | Upay Mobile Banking Code 2023

রবি মিনিট অফার ২০২৩ | Robi Minute Offer 2023

রবি নাম্বার দেখার নিয়ম | Robi Number Check Code 2023




রবি নাম্বার দেখার নিয়ম  ২০২৩ | Robi Number Check Code 2023

আপনার ভুলে যাওয়া রবি সিমের নাম্বার বের করার জন্য মোবাইল ফোন থেকে ডায়াল করুন *2# । এই কোডটি ডায়াল করার একটু সময় পরে আপনি আপনার ভুলে যাওয়া রবি সিমের নাম্বার দেখতে পাবেন।


আপনার রবি সিমের নাম্বার দেখার জন্য আপনি এই কোডটি ব্যবহার করতে পারেন  * 140 * 2 * 4 # ।


এই কোডটি  আপনার মোবাইল থেকে ডায়াল করার  5 সেকেন্ড পরে আপনি আপনার মোবাইলে আপনার কাঙ্খিত রবি সিমের নাম্বার টি দেখতে পাবেন ।


নিচে আমি আরো কিছু রবি সিমের ডায়াল কোড নাম্বার দিয়ে দিচ্ছি  আপনাদের সুবিধার্থে আশা করি এগুলো আপনাদের কাজে আসবে।

রবি সিমের নাম্বার চেক করার জন্য এই কোডটি ডায়াল করুন: *2# অথবা *140 *2 *4#

রবি সিমের ব্যালেন্স চেক  করার জন্য এই কোডটি ডায়াল করুন : *222#

রবি সিমের মিনিট চেক করার জন্য এই কোডটি ডায়াল করুন: *222 *3#

রবি সিমের ইন্টারনেট প্যাকেজ চেক করার জন্য এই কোডটি ব্যবহার করুন: *8444 *88# অথবা *222 *81#

প্যাকেজ চেক: *140 *14#

রবি সিমের এসএমএস চেক করার জন্য এই কোডটি ব্যবহার করুন: *222 *11#

এমএমএস ব্যালেন্স চেক: *222 *13#

মিস কল অ্যালার্ট অন করার জন্য : ON লিখে পাঠান 8272 নম্বরে

(বন্ধ) মিস ক্যাল অ্যালার্ট অফ করার জন্য : টাইপ করুন  OFF এবং 8272 এ পাঠান

কল সেন্টার নম্বর: 121

আশা করি রবি নাম্বার দেখার নিয়ম সহ আরো অন্যান্য কোড যেমন মিনিট ,ইন্টারনেট প্যাকেজ বিভিন্ন কোড এই পোস্টে  দিয়ে দিয়েছি এগুলো আপনাদের কাজে আসবে । আপনি যদি রবি সিমের নতুন গ্রাহক হয়ে থাকেন তাহলে তো কোন কথাই নেই।


Next Post Previous Post
2 Comments
  • Md Rubel Mia
    Md Rubel Mia ১৮ এপ্রিল, ২০২৪ এ ১০:১৯ AM

    Very Imformative sottoit

    • Md Rubel Mia
      Md Rubel Mia ১৮ এপ্রিল, ২০২৪ এ ১০:২০ AM

      Very Helpfull Thanks SottoIt

Add Comment
comment url