স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ মোবাইল দাম কত | Samsung Galaxy A73 5G Price in Bangladesh
স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ মোবাইল এর দাম কত - আজকে আমি আপনাদের সাথে যে মোবাইল নিয়ে কথা বলবো তা হলো স্যামসাং ব্র্যান্ডের মোবাইল।স্যামসাং গ্যালাক্সি বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আপনার সাথে এখন আমি শেয়ার করব ওয়ালটন ব্র্যান্ড এর নতুন একটি মডেল। এই মডেলটি হলো স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ । আপনাদের সুবিধার্থে স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ মোবাইলটির সঠিক দাম এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো ।
আরো দেখুন - ওয়ালটন R10 মোবাইল এর দাম কত
শাওমি ১১ টি প্রো ৫জি এর দাম কত বাংলাদেশে
ভিভো ভি ২৭ ৫জি এর দাম কত বাংলাদেশে
স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ সম্পূর্ণ স্পেসিফিকেশন
প্রথম রিলিজ - ২২ এপ্রিল, ২০২২
রং: এই মোবাইলটিতে রং হবে ধূসর, পুদিনা, সাদা।
নেটওয়ার্ক: 2G, 3G, 4G, 5জি নেটওয়ার্ক ।
সিম: হাইব্রিড ডুয়াল ন্যানো সিম ।
ডিসপ্লে:
স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ এই মোবাইলটিতে ডিসপ্লে ৬.৭ইঞ্চি ও রেজোলিউশন ফুল HD+ ১০৮০ x ২৪০০ পিক্সেল।
ক্যামেরা:
স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ মোবাইলটিতে পিছনের ক্যামেরা থাকবে কোয়াড ১০৮+১২+৫+৫ মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ এইচডি।
আর সেলফি ক্যামেরায় থাকবে ৩২ মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ এইচডি।
স্টোরেজ:
স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ মোবাইলটিতে ৮ জিবি র্যাম ও ২৫৮ জিবি রম ।
কর্মক্ষমতা:
স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ মোবাইলটিতে প্রসেসর অক্টা কোর, 2.4 GHz পর্যন্ত ও জিপিইউ Adreno 642L। এই মোবাইলটিতে চিপসেট রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮G 5G এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১২।
ব্যাটারি:
স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৫০০০ mAh (অ অপসারণযোগ্য) ও ২৫ ওয়াট দ্রুত চার্জিং।
স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ মোবাইল দাম কত | Samsung Galaxy A73 5G Price in Bangladesh
বাংলাদেশে Samsung Galaxy A73 5G মোবাইলের অফিশিয়াল দাম ৭৭ ,৪৯৯ টাকা ( ৮+২৫৬) জিবি।
স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ এই মোবাইলের সাথে পাচ্ছেন ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। আপনাদের বাজেট যদি ৭৭,০০০ বা এর বেশি হয়ে থাকে তাহলে আপনারা এই মোবাইলটা কিনতে পারেন। আপনাদের বাজেট অনুযায়ী স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ মডেল এর মোবাইলটি ভালো হবে।
স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ মোবাইলটির ভালো দিক
✔ 6.7″ ফুল HD+ 120Hz সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে
✔ ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
✔ 5G সমর্থিত
✔ গরিলা গ্লাস 5, ওয়াটারপ্রুফ বডি
✔ সূক্ষ্ম সামনে এবং পিছনে ক্যামেরা গুণমান
✔ 5000 mAh ব্যাটারি
✔ ভালো পারফরম্যান্স
স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ মোবাইলটির মন্দ দিক
✘ প্লাস্টিক বডি
✘ চার্জ করার গতি আরও ভাল হতে পারে
✘ কোন 3.5 মিমি জ্যাক
✘ কিছুটা বেশি দাম
উপরে স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ এর পুরো তথ্য এবং সঠিক দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যদি স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। তাই ফোন কেনার পূর্বে ওয়ালটন এর অফিশিয়াল ওয়েবসাইট বা শোরুম থেকে সর্বশেষ আপডেটেড দেখে নিবেন । কারন প্রতিনিয়ত মোবাইলের দাম বাড়ে আবার কমে।