রেডমি নোট ১১ মোবাইল দাম কত | Redmi note 11 price in Bangladesh 8/128

  রেডমি নোট ১১ দাম কত ২০২৩ - আজকে আমি আপনাদের সাথে যে মোবাইল নিয়ে কথা বলবো তা হলো রেডমি ব্র্যান্ডের মোবাইল। রেডমি বর্তমানে বাংলাদেশে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। আপনাদের সাথে এখন আমি আপনাদের শেয়ার করব রেডমি ব্র্যান্ড এর নতুন একটি মডেল। এই মডেলটি হলো রেডমি নোট ১১ । আমি আপনাদের সুবিধার্থে রেডমি নোট ১১  মোবাইলটির সঠিক দাম এবং বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো ।

আরো পড়ুন - টেলিটক সিম বিক্রয় কেন্দ্র গাজীপুর

রেডমি নোট ১১ মোবাইল দাম কত


রেডমি নোট ১১ মোবাইল দাম কত | Redmi Note 11 Price in BD 2023


বাংলাদেশে রেডমি নোট ১১  মোবাইলের অফিশিয়াল দাম ১৯,৪৯৯ টাকা, ২১,৪৯৯ টাকা, ২২,৪৯৯ টাকা, ২৪,৪৯৯ টাকা। এই মোবাইলটির সাথে পাচ্ছেন ৪ জিবি /৪ জিবি / ৬ জিবি /৮ জিবি র‌্যাম ও ৬৪ জিবি/ ১২৮ জিবি / ১২৮ জিবি  / ১২৮ জিবি র‌ম ।


রেডমি নোট ১১ সম্পূর্ণ স্পেসিফিকেশন


প্রথম রিলিজ - ফেব্রুয়ারী ৯, ২০২২ ।

রং

পার্ল হোয়াইট, গ্রাফাইট গ্রে,  স্টার ব্লু।


নেটওয়ার্ক: 2G, 3G, 4G নেটওয়ার্ক  ।

সিম: ডুয়াল ন্যানো সিম ।  


রেডমি নোট ১১ ডিসপ্লে:

 ডিসপ্লে ৬.৪৩ ইঞ্চি ও রেজোলিউশন ফুল HD+ 1080 x 2400 পিক্সেল (409 ppi)।

ক্যামেরা:

পিছনের ক্যামেরা কোয়াড ৫০+৮+২+২ মেগাপিক্সেল ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ HD (1080p)।

আপনি সেলফি ক্যামেরায় পাবেন ১৩ মেগাপিক্সেল ক্যামেরা ও ভিডিও রেকর্ডিং সম্পূর্ণ HD (1080p)।


কর্মক্ষমতা

রেডমি নোট ১১  মোবাইলটিতে অক্টা কোর, ২.৪ GHz পর্যন্ত ও জিপিইউ  অ্যাড্রেনো 610। এই  মোবাইলটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G (6 nm) এবং অপারেটিং সিস্টেম রয়েছে অ্যান্ড্রয়েড ১১ (MIUI ১৩)। 


রেডমি নোট ১১ স্টোরেজ:

র‌্যাম ৪/৬/৮ জিবি   

রম ৬৪/১২৮ জিবি 


ব্যাটারি

রেডমি নোট ১১ মোবাইলটিতে ব্যাটারি আছে লিথিয়াম-পলিমার ৫০০০ mAh  (অ অপসারণযোগ্য) ও ৩৩W কুইক চার্জ 3+ (60 মিনিটে 100%) পাওয়ার ডেলিভারি 3.0। 


রেডমি নোট ১১ মোবাইলটির ভালো দিক


✔ চমৎকার ডিজাইন 

✔ উন্নত অডিও গুণমান

✔ দুর্দান্ত পারফরম্যান্স

✔ Android ১১, মসৃণ এবং অপ্টিমাইজড UI

✔ AMOLED ডিসপ্লে 

✔  IP53 সার্টিফাইড স্প্ল্যাশ প্রোটেকশন বডি

✔ বড় ব্যাটারি 5000 mAh , 33W দ্রুত চার্জিং

রেডমি নোট ১১ মোবাইলটির মন্দ দিক 

 ✘ প্লাস্টিক বডি

✘ কোন 4K ভিডিও রেকর্ডিং নেই

উপরে রেডমি নোট ১১ এর পুরো তথ্য এবং সঠিক দাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। আপনারা যদি রেডমি নোট ১১ মোবাইলটি কিনতে চান তাহলে নিতে পারবেন। তাই ফোন কেনার পূর্বে রেডমি অফিশিয়াল ওয়েবসাইট বা শোরুম থেকে সর্বশেষ আপডেটেড দেখে নিবেন । কারন প্রতিনিয়ত মোবাইলের দাম বাড়ে আবার কমে। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url