Vivo Y17s 6/128 এর দাম বাংলাদেশে | vivo y17s 6/128 price in Bangladesh

vivo y17s 6/128 price in bangladesh আপনি এই বিষয় সম্পর্কে সম্পূর্ণ জানতে পারেন। Vivo Y17s নামে একটি মডেলের স্মার্টফোন সম্প্রতি Vivo মোবাইল কোম্পানি স্মার্টফোনের বাজারে নিয়ে এসেছে। মোবাইলটি অফিশিয়ালি ২ অক্টোবর ২০২৩ সালে স্মার্টফোনের বাজারে আসে ও এই মোবাইলটি বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। 

স্মার্টফোনটি Vivo মোবাইল কোম্পানির এর একটি মিড-রেঞ্জের একটি স্মার্টফোন। স্মার্টফোনটি গত 2023 সালের অক্টোবর মাসের ২ তারিখে স্মার্টফোনের বাজারে অফিশিয়াল ভাবে আসে । এটিতে একটি ৬.৫৬ ইঞ্চি IPS LCD ডিসপ্লে, MediaTek Helio G85 চিপসেট, 6GB RAM এবং 128GB স্টোরেজ রয়েছে। 


vivo y17s 6/128 price in bangladesh
vivo y17s 6/128 price in Bangladesh

ক্যামেরার জন্য, এটিতে একটি 50MP প্রধান ক্যামেরা, একটি 2MP ডিপ সেন্সর ক্যামেরা। সামনে, এটিতে একটি 8MP সেলফি ক্যামেরা রয়েছে। আসুন আমরা জেনে নেই এই স্মার্টফোনটির সম্পর্কে


vivo y17s 6/128 price in bangladesh

এই মোবাইলটির ৬/১২৮জিবি মোবাইলটি বর্তমানে বাংলাদেশি টাকায় ১৫,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে অফিশিয়ালি। আপনি Vivo এর যে কোন শোরুম বা আপনার এলাকার বড় মোবাইলের দোকানে মোবাইলটি পাবেন। সর্বশেষ তথ্য জানা মতে, এই মোবাইলের ৬/১২৮ জিবি একটি মাত্র ভেরিয়েন্ট বাজারে পাওয়া যাচ্ছে।


Vivo Y17s মোবাইলটি কাদের জন্য

মোবাইলটি মূলত যারা অনলাইনে গেমিং করতে চান তাদের জন্য ভালো হবে। মোবাইলটি দিয়ে আপনি স্মুথলি গেমিং করতে পারবেন। যারা মূলত ফটোগ্রাফি করতে চাচ্ছেনা তাদের জন্য এই মোবাইলটি মন্দ হবে না। এছাড়া প্রতিদিনের কাজে ও স্যোশাল মিডিয়া ব্যবহার করবেন যারা তাদের জন্য এই মোবাইলটি একটি সেরা চয়েজ হবে ১৬ হাজার টাকার ১ টাকা কমে অর্থাৎ মাএ ১৫,৯৯৯ টাকায়।


Vivo Y17s 6/128 পারফরম্যান্স কেমন হবে ?

  • পারফরম্যান্স এর কথা বলা হলে প্রথমে আসে Vivo Y17s মোবাইলটিতে কি ব্যবহার করা হয়েছে।
  • মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে Android 13, User Interface
  • UI হিসেবে ব্যবহার করা হয়েছে Funtouch 13। 
  • আমরা আগেই আপনাকে জানিয়েছিলাম যে Mediatek MT6769 Helio G85 (12nm) এই মোবাইলটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে। 
  • CPU ও GPU হিসেবে ব্যবহার করা হয়েছে Octa core, up to 2.0 GHz ও Mali-G52 MC2
  • 64 bit। মেবাইলটিতে ৬জিবি/৮জিবি RAM থাকাটা আরো বেটার পারফরম্যান্স ফলাফল করে।

Vivo Y17s 6/128 মেমরি

মোবাইলটিতে আপনি ROM হিসেবে 128 GB পাবেন ও মোবাইলটিতে আপনি 1TB মেমরি কার্ড পর্যন্ত ব্যবহার করার সুবিধা পাবেন।


Vivo Y17s মোবাইলের বডি

প্রথমে জানিয়ে রাখি যে মোবাইলটির ওজন মাএ ১৮৬ গ্রাম,তাহলে বুজতেই পারছেন যে বেশ হাল্কা হবে ফোনটি। 

  • মোবাইলটির বডি Dimensions হলো 163.74 × 75.43 × 8.09 mm ( মিলিমিটার) । 
  • মোবাইলটির Build হলো Glass Front, Plastic Back, Plastic Frame বডিটিতে একটি উজ্জ্বল পলিশ করা ফিনিশ রয়েছে যা ফোনটিকে একটি আধুনিক এবং আকর্ষণীয় চেহারা দেয়। 
  • মোবাইলটু আপনি দুইটি রং এ বাজারে পাবেন Glitter Purple & Forest Green ( গ্লিটার বেগুনি এবং বন সবুজ)।

Vivo Y17s ডিস্পলে

  • Vivo Y17s মোবাইলটির ডিসপ্লের আকার ৬.৫৬ ইঞ্চি। 
  • এই মোবাইলটিতে Technology হিসেবে ব্যবহার করা হয়েছে IPS LCD Touchscreen। Vivo Y17s এ 720 x 1612 pixels (269 ppi) Resolution রয়েছে। 
  • মোবাইলের ডিসপ্লেতে কোন পোটেকশন হিসেবে কি রয়েছে এ সম্পর্কে জানা যায়নি। 
  • তবে মোবাইলটিতে brightness হিসেবে ৮৪০ nits রয়েছে।


Vivo Y17s ক্যামেরা

  • Vivo Y17s মোবাইলটির ক্যামেরার জন্য, এটিতে একটি 50MP প্রধান ক্যামেরা 

একটি 2MP ডিপ সেন্সর ক্যামেরা। সামনে, এটিতে একটি 8MP সেলফি ক্যামেরা রয়েছে। এসব ক্যামেরায় রয়েছে আকর্ষণীয় ফিচার। আপনি এই মোবাইলের ক্যামেরা দিয়ে 1080p@30fps ভিডিও ধারন করতে পারবেন।


আরো পড়ুন:-


  1. হারানো বাংলালিংক সিম তোলার উপায় ২০২৪
  2. কোন সিম কিনবো | সরকারি সিম কোনটি


Vivo Y17s নেটওয়ার্ক

নেটওয়ার্ক এর কথা বললেই সবার আগে বলতে হবে এই মোবাইলটি একটি 4G স্মার্টফোন। আর এই মোবাইলটি আপনি আপনার প্রয়োজন এর সুবিধার্থে আপনি 3G কিংবা 2G করে নিতে পারবেন। এই মোবাইলটিতে আপনি দুইটি ন্যানো সিম ব্যবহার করতে পারবেন অর্থাৎ দুইটি সিম ব্যবহার করার সুবিধা পাবেন।


Vivo Y17s কানেক্টিভিটি

শুরুতেই বলে রাখি যে, মোবাইলটি USB Type-C একটি মোবাইল। মোবাইলরিতে WLAN,Bluetooth,OTG,GPS, FM Radio সহ অন্যান্য সুবিধা রয়েছে। এই মোবাইলটিতে আপনি পাবেন NFC পাচ্ছেন না এই স্মার্টফোনটিতে।


Vivo Y17s ব্যাটারি

আপনি এই মোবাইলটিতে 5000 mAh battery ব্যাকআপ পাবেন। এই মোবাইলটি 15W charging সাপোর্ট করে। চার্জ হতে আনুমানিক ২ ঘন্টা ১০ মিনিট সময় প্রয়োজন হয়। তবে মোবাইলটিতে Reverse charging রয়েছে।


Vivo Y17s সাউন্ড ও ফিঙ্গারপ্রিন্ট

Vivo Y17s এই মোবাইলটির সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। 3.5mm Jack ব্যবহারের সুবিধা প্রদান করছে এই স্মার্টফোনটি।


ফিঙ্গারপ্রিন্ট এর কথা যদি বলা হয় এই মোবাইলটিতে Side-mounted ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। তবে মোবাইলটিতে ফেস আনলক সহ পিন লক, প্যাটান ও পার্সওয়াড দিয়ে লক ও আনলক করার অপশন রয়েছে।


শেষ কথা

আশা করি আজ আমরা আপনাকে, vivo y17s 6/128 price in bangladesh | Vivo Y17s এর দাম বাংলাদেশ কত এ সম্পর্কে জানাতে পেরেছি। এই মোবাইলটি সম্পর্কে যদি আপনার কোন প্রশ্ন থাকে তাহলে আপনি কমেন্ট করে জানান।


আপনাদের কিছু প্রশ্ন-উত্তর জানুন | FAQ


01. Vivo Y17s মোবাইলের দাম বাংলাদেশে কত?

Vivo Y17s মোবাইলের দাম বাংলাদেশে মাএ ১৫, ৯৯৯ টাকা।


02. Vivo Y17s মোবাইলটির ডিস্পলে সাইজ কত?

Vivo Y17s মোবাইলটির ডিস্পলে সাইজ ৬.৫৬ ইঞ্চি | 6.56 Inche


03. Vivo Y17s ব্যবহার করা চিপসেট এর নাম কী?

Vivo Y17s ব্যবহার করা চিপসেট এর নাম হলো Mediatek MT6769 Helio G85 (12nm)


04. Vivo Y17s অপারেটিং সিস্টেম হিসেবে কি ব্যবহার করা হয়েছে?

OS হিসেবে রয়েছে Android 13 ও Custom UI হিসেবে রয়েছে Funtouch 13


05. Vivo Y17s মোবাইলটির ব্যাটারি কত মিলি অ্যাম্পিয়ার?

Vivo Y17s মোবাইলটির ব্যাটারি 5000 mAh battery মিলি অ্যাম্পিয়ার।


06. Vivo Y17s এর ক্যামেরা সম্পর্কে বলুন?

পিছনে: 50MP+2MP সামনে: 8

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url