2034 ফুটবল বিশ্বকাপ কোথায় হবে | ২০৩০ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে | Fifa World Cup 2030
২০৩০ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে - ফুটবল খেলাটি সর্বস্তরের জনগণ ভালোবাসে । এই খেলাটি মূলত নির্দিষ্ট একটি সময় নিয়ে হয়ে থাকে। তাই দর্শকরা অধীর আগ্রহে খেলাটি দেখে থাকে। মূলত আজকে কয়েকটি প্রশ্নের উত্তর পোষ্টের মাধ্যমে দেওয়া হবে । প্রথম প্রশ্ন হল পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে । দ্বিতীয় প্রশ্নটি হল 2026 বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে । তৃতীয় প্রশ্ন 2030 ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে। আজকের এই পোস্টে আমি আপনাদের সাথে সম্পুর্ন বিষয়টি নিয়ে আলোচনা করব।
আরো দেখুন - স্যামসাং গ্যালাক্সি এ ৭৩ মোবাইল দাম কত
শাওমি ১১ টি প্রো ৫জি এর দাম কত বাংলাদেশে
ভিভো ভি ২৭ ৫জি এর দাম কত বাংলাদেশে
২০৩০ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে - Fifa World Cup 2030
এবার আসি তৃতীয় প্রশ্নের উত্তরে 2030 সালে বিশ্বকাপ ফুটবল খেলা কোথায় অনুষ্ঠিত হবে এটি লিখে গুগলে অনেকেই সার্চ করেন এটির উত্তর সঠিক হচ্ছে এখনো পর্যন্ত সঠিকভাবে বলা যাচ্ছে না যে 2030 বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হচ্ছে তার কারণ বিভিন্ন দেশ থেকেই বিডিং করা হয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো উত্তর পাওয়া যায়নি তবে যে সকল দেশ বিডিং করেছে আমি সেগুলোর নাম নিচে তুলে ধরার চেষ্টা করছি।
২০৩০ বিশ্বকাপ হবে প্রথম বিশ্বকাপের ১০০ বছরপূর্তি, যা উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিল। তাই এই চারটি দেশ বিশ্বকাপের শতবর্ষ পূর্তি পর্ব আয়োজনের ইচ্ছা পোষণ করেছে।
২০৩০ বিশ্বকাপের খেলা হবে ১৮টি শহরে, যার মধ্যে আর্জেন্টিনার ১০টি, উরুগুয়ের ৪টি, চিলির ২টি এবং প্যারাগুয়ের ২টি।
2034 ফুটবল বিশ্বকাপ কোথায় হবে
২০২৬ ফুটবল বিশ্বকাপ কোথায় হবে - Fifa World Cup 2026
এবার আসি দ্বিতীয় প্রশ্নের উত্তরে 2026 সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে এই প্রশ্নের সঠিক উত্তর এখন বলা চলে 2026 ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি দেশে। আর 2026 সালে প্রথমবারের মতো 48 টি দল অংশগ্রহণ করবে সেখান থেকে বাছাইপর্ব খেলে টোটাল 32 দল মূল খেলায় অংশগ্রহণ করবে গ্রুপ ভিত্তিক ভাবে।
হোস্ট(গুলি) কনফেডারেশন বিড নিশ্চিত হয়েছে?
🇦🇷 আর্জেন্টিনা, 🇨🇱 চিলি,
🇵🇾 প্যারাগুয়ে, 🇺🇾 উরুগুয়ে কনমেবল (দক্ষিণ আমেরিকা) হ্যাঁ
পর্তুগাল, 🇪🇸 স্পেন উয়েফা (ইউরোপ) হ্যাঁ
🇧🇬 বুলগেরিয়া, 🇬🇷 গ্রীস, উয়েফা (ইউরোপ) হ্যাঁ
🇷🇴 রোমানিয়া, 🇷🇸 সার্বিয়া
মরক্কো সিএএফ (আফ্রিকা) হ্যাঁ
২০২৬ বিশ্বকাপ কয়টি দেশে অনুষ্ঠিত হবে
এ দেশগুলি এখন পর্যন্ত বিড নিশ্চিত করেছে । এখন ফুটবল নিয়ন্ত্রক সংস্থা যারা রয়েছে তারা ঘুরে এসে প্রতিবেদন জমা দিবে। পরবর্তী সময়ে সবকিছু বুঝে শুনে তারপর তারা একটা সিদ্ধান্ত নিবে যে আসলে কোন কোন দেশে অথবা নির্দিষ্ট কোনো একটি দেশে 2030 সালের ফুটবল বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে । তবে সম্ভাবনা বেশি রয়েছে আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে ও চিলি ।
আজকের এই পোস্টে আমি মূলত বিশ্বকাপ ফুটবল নিয়ে তিনটি প্রশ্নের উত্তর তুলে ধরেছি। আশা করি ফুটবল বিশ্বকাপ নিয়ে যারা জানার আগ্রহে এই পোস্টটি তাদের একটু হলেও কাজে আসবে।