সেরা কওমি মহিলা মাদ্রাসার তালিকা ২০২৪ - Uttorki.com
কওমি মহিলা মাদ্রাসার তালিকা জানতে হলে পড়তে থাকুন। প্রিয় পাঠক, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা কওমি মহিলা মাদ্রাসার তালিকা দেখতে চান। তো আপনিও যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে এই লেখাটি আপনার জন্য অনেক সহায়ক হবে। কারণ আজকের আর্টিকেলে আমি আপনাকে বাংলাদেশের বিভিন্ন জেলার কওমি মহিলা মাদ্রাসার তালিকা প্রদান করবো।
সেরা কওমি মহিলা মাদ্রাসার তালিকা ২০২৪ - Uttorki.com |
কওমি মাদ্রাসা কাকে বলে?
যেহুতু আপনি কওমি মহিলা মাদ্রাসার তালিকা জানতে চান সেহুতু আপনার কওমি মাদ্রাসা কাকে বলে সে সম্পর্কে একটু ধারনা রাখা দরকার। কারন ”কওমি” ও “মাদ্রাসা” এই দুটো হলো আরবি শব্দ। তাই আমরা যদি শুধুমাত্র “কওম” শব্দের অর্থ বের করি তাহলে দেখতে পারবো যে, কওম অর্থ হলো জাতি, গোত্র, সম্প্রদায় ইত্যাদি।
কিন্তুু কওমি মাদ্রাসা কে শুধুমাত্র শব্দের অর্থের দিক থেকে নয় বরং কওমি মাদ্রাসাকে আরো ভিন্নভাবে সংঙ্গায়িত করা সম্ভব। যেমন, এই কওমি মাদ্রাসা গুলো সরকারি অনুদানের পরিবর্তে মুসলিম মুসলিম জাতির অর্থানুকূল্যে জনসাধারণের কল্যাণে পরিচালিত হয়। যার কারণে এই শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে বলা হয়, কওমি মাদ্রাসা।
বাংলাদেশে কওমী মাদ্রাসার সংখ্যা কত?
উপরের আলোচনা থেকে আমরা কওমি মাদ্রাসা কাকে বলে সেটি জানলাম। তো এবার আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে। সেটি হলো, বাংলাদেশে কওমী মাদ্রাসার সংখ্যা কত। আর বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে মোট কওমী মাদ্রাসার সংখ্যা হলো ১৯ হাজার ১৯৯ টি।
Note: আর এই তথ্যটি সরাসরি 🔗উইকিপিডিয়া থেকে সংগ্রহ করা হয়েছে।
কওমি মহিলা মাদ্রাসার তালিকা বাংলাদেশ
এতক্ষন ধরে আমরা কওমি মাদ্রাসা সম্পর্কে বিভিন্ন বিষয় জানলাম। তো এবার মূল বিষয়ে আসা যাক। কেননা, এবার আমি আপনাকে বাংলাদেশের সকল কওমি মহিলা মাদ্রাসার তালিকা প্রদান করবো। আর আপনার বোঝার সুবিধার জন্য আমি বাংলাদেশের বিভিন্ন জেলা ভেদে আলাদা আলাদা করে কওমি মহিলা মাদ্রাসার তালিকা প্রদান করবো।
মহিলা মাদ্রাসার তালিকা (সিলেট) | List of Women's Madrasas (Sylhet)
- মাদ্রাসাতুল বানাত
- আল জামিয়াতুল আরাবিয়া সুলতানপুর বালাগঞ্জ
- জামিয়া মিলিয়া বালিকা মাদ্রাসা
- মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসা
- জামিয়া ইসলামিয়া উম্মুল কুরা
মহিলা মাদ্রাসার তালিকা (ঢাকা) | List of Women's Madrasas (Dhaka)
- মাদ্রাসা ফাতেমা তুজজোহরা
- আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা
- ধামরাই কাসিমুল উলুম বালিকা মাদ্রাসা
- বুশরা বিনতে রাজিয়া সুলতানা মহিলা মাদ্রাসা
- আল মাদ্রাসাতুল ইসলামিয়া তালিমুল উম্মাহ
- আনোয়ারুল উলুম মহিলা মাদ্রাসা
- রশিদিয়া ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসা
- জামিয়া উসমানিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসা
- মিরপুর আজমা মহিলা মাদ্রাসা
মহিলা মাদ্রাসার তালিকা (চট্টগ্রাম) | List of Women's Madrasas (Chittagong)
- তাহফিজুল কুরআন ইসলামী বালিকা উচ্চ মাদরাসা
- আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা
- আল জামিয়াতুল মাদানিয়া শুলক বহর
মহিলা মাদ্রাসার তালিকা (কুমিল্লা) | List of Women's Madrasas (Comilla)
- ইকরা মহিলা মাদ্রাসা
- সবুরা আদর্শ মহিলা মাদ্রাসা
- মারকাজুস সুন্নাহ আল ইব্রাহিমি মাদ্রাসা
- সিরাতে মুস্তাকিম
- আয়েশা সিদ্দিকা রাঃ মহিলা মাদ্রাসা
- আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা
- উম্মাহাতুল মুমিন মহিলা মাদ্রাসা
মহিলা মাদ্রাসার তালিকা (গাজীপুর) | List of Women's Madrasas (Gazipur)
- ওসমানিয়া দারুল উলুম মাদ্রাসা
- আদর্শ বালিকা মাদ্রাসা
- আল-জামিয়া তুল আরাবিয়া উম্মাহাতুল মুমিন মহিলা মাদ্রাসা
- নুরুন্নিসা মহিলা মাদ্রাসা
- তাহফিজুল কুরআন কওমি মহিলা মাদ্রাসা
- রিয়াজুল জান্নাহ
- এমদাদুল উলুম মাদ্রাসা
- নূর মদিনা মহিলা মাদ্রাসা
ঢাকার সেরা কওমি মহিলা মাদ্রাসার তালিকা
উপরের আলোচনায় আপনি আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলার মহিলা মাদ্রাসার তালিকা দেখতে পাচ্ছেন। তো এগুলোর পাশাপাশি আপনার ঢাকার মধ্যে সেরা কওমি মহিলা মাদ্রাসার তালিকা দেখে নেওয়া দরকার। আর সে কারণে আমি অনলাইনের বিভিন্ন সোর্স থেকে ঢাকার শীর্ষ কওমি মহিলা মাদ্রাসা এর তালিকা তৈরি করেছি। যে তালিকাটি নিচে শেয়ার করা হলো।
- রামপুরা জাতীয় মহিলা মাদরাসা
- আল মানার মহিলা মাদরাসা, মিরপুর
- দারুল উলুম মহিলা মাদরাসা, উত্তর গোলাপবাগ,
- জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম মাদরাসা, যাত্রাবাড়ী
- মাহাদু তালিমিল বানাত্, আল-হেরা টাওয়ার, খিলখেত
- মাদরাসাতুল কিতাব ওয়াসসুন্নাহ, শেরশাহসুরী রোড, মুহাম্মদপুর
- মাদরাসা আয়েশা সিদ্দিকা, ঢালকানগর
- মদিনাতুল উলুম মহিলা মাদরাসা, তুরাগ
- হযরত ফাতিমা তালিমুদ্দিন মহিলা মাদরাসা, মেরাজনগর
- নুসাইবা বালিকা মাদরাসা, দখিন বারিধারা
- তা'লীমুদ্দীন মহিলা মাদরাসা, কচুক্ষেত
- ইবরাহিমিয়া মহিলা মাদরাসা, কাজলারপাড়, যাত্রাবাড়ি
- মাহমুদিয়া মহিলা মাদরাসা, সাইনবোর্ড
- জামিয়া সিদ্দিকিয়া নুরানি মহিলা মাদরাসা, মিরপুর-২
- উম্মাহাতুল মুমেনিন মহিলা মাদরাসা,ভাটারা মোড়
- উম্মাহাতুল মুমেনিন হয়রত আয়েশা সিদ্দিকা মাদরাসা, দারুস সালাম
- কোনাবাড়ি দারুল উলুম মহিলা মাদ্রাসা,গাজীপুর
- আল মাদরাসা আল মাদানিয়া আল আরাবিয়া,মিরপুর ১২
- ফাইজুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদরাসা, বছিলা
- আনোয়ারুল উলুম মহিলা মাদরাসা, আশরাফাবাদ
- রশিদিয়া ইবরাহিমিয়া মহিলা মাদরাসা, পলাশপুর
- আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা
- হযরত আয়েশা সিদ্দিকা আন্না বিবি মহিলা মাদরাসা, উত্তর কাফরুল
- হালিমা সাদিয়া মহিলা মাদরাসা, লালবাগ
- তাহিরাতুন নিসা মহিলা মাদরাসা, ভাটারা বাড্ডা
- মাদরাসা ফাতেমাতুজজোহরা, মুহাম্মাদিয়া হাউজিং লিমিটেড
- জামিয়া ইসলামিয়া মহিলা মাদরাসা, মজিপুর
- ইকরা দারুল কারিম মহিলা মাদরাসা, দখিন কেরানিগঞ্জ
- আয়েশা সিদ্দিকা দারুল উলুম মাদরাসা, কদমতলী
- আল্লাহর দান বালিকা মাদরাসা, পুর্ব নয়াপাড়া গাজিপুর সদর
- নুরে হেরা মহিলা মাদরাসা, কোম্পানিঘাট
- খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা, নবোদয় হাউজিং
- আয়েশা সিদ্দিকা মহিলা মাদরাসা, দেবিনগর মাঝিরচর বাজার
- জামেয়া ইসলামিয়া মহিলা মাদরাসা, মুমসিহাটি
- হাজী আব্দুর রশিদ দারুল উলুম মহিলা মাদরাসা, শিবপুর
উপরের তালিকায় আপনি ঢাকার মধ্যে থাকা শীর্ষ কওমি মহিলা মাদ্রাসার নাম দেখতে পাচ্ছেন। তবে পরবর্তী সময়ে যদি আরো কোনো নতুন মাদ্রাসা স্থাপন করা হয় তাহলে এই তালিকাটি পুনরায় আপডেট করে দেওয়া হবে।
ঢাকার বাইরে শীর্ষ কওমি মহিলা মাদ্রাসার তালিকা
উপরের তালিকায় শুধুমাত্র ঢাকার মধ্যে থাকা শীর্ষ কওমি মহিলা মাদ্রাসার তালিকা শেয়ার করা হয়েছে। তবে ঢাকার বাইরে বাংলাদেশের অন্যান্য স্থানে আরো অনেক শীর্ষ কওমি মাদ্রাসা আছে। আর সেই সকল মাদ্রাসার নাম নিচের তালিকায় শেয়ার করা হলো। যেমন,
- খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা, নন্দিনা পশ্চিম বাজার
- আল-হুদা মহিলা মাদ্রাসা, হাটহাজারি
- খাতুনে জান্নাত কামরুন্নেছা মহিলা মাদরাসা, জালেশ্বরীতলা
- আল মাহমুদিয়া মহিলা মাদরাসা, বিরামপুর
- মিফতাহুল জান্নাহ মহিলা মাদরাসা, গলগন্ডা
- সিদ্দিকিয়া বালিকা শিশু সদন ও মহিলা মাদরাসা, ঝিনাইগাতি ব্রিজপাড়
- সিরাজুল উলুম মহিলা মাদরাসা, উত্তর সাটিরপাড়া
- জামিয়া রশিদিয়া আহসানাবাদ মহিলা মাদরাসা, চরমোনাই
- রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসা, জেলখানার মোড়
- আয়েশা(রা:) মহিলা মাদরাসা, লালখান বাজার
- রাহাতুল জান্নাহ মহিলা মাদরাসা, বাগডহর
- আলমতাজ মহিলা মাদরাসা, শাহেদনগর
- জামিয়া ইমদাদিয়া মাদানিনগর, মনিরামপুর
- জামিয়া আরাবিয়া লিল বানাত, টঈিবাড়ি
- ছাওতুল হেরা মহিলা মাদরাসা, রায়বাজার
- রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসা, বগুড়া সদর
- জামেয়া ইসলামিয়া জাহারুননেছা, ডেকরপাড়া
- জামিয়া ইসলামিয়া ফাতেমাতুজ যাহরা, বরিশাল সদর
- রাবেয়া বসরি মহিলা মাদরাসা, বগুরা সদর
- আল জামিয়াতুল ইসলামিয়া, মুন্সিগঞ্জ
- মাদরাসা আয়েশা সিদ্দিকা, মানিকগঞ্জ সদর
- সুফফাহ মহিলা মাদরাসা, জলিলপুর, ঝিনাইদহ
- আল জামিয়াতু ত্বয়িবাহ মহিলা মাদরাসা, সিলেট
- হযরত হাফসা মহিলা মাদরাসা, ঝিনাইদহ
- জামিয়া উসমানিয়া দারুল উলুম মহিলা মাদরাসা, গাজিপুর
- তাহযীবুল বানাত মহিলা মাদরাসা, বগুড়া সদর
- জামিয়া ফাতেমাতুজ যাহরা মহিলা মাদরাসা, সিলেট
- জামিয়া আয়েশা সিদ্দিকা লিল বানাত, টাঙ্গাইল
- খাদিজাতুল কুবরা মহিলা মাদরাসা, কিশোরগঞ্জ
- জামিয়াতুল আরবিয়া খাদিজাতুল আরবিয়া, খুলনা
উপরের তালিকায় আপনি ঢাকার বাইরে থাকা অন্যান্য স্থানের শীর্ষ কওমি মহিলা মাদ্রাসার তালিকা দেখতে পাচ্ছেন। তবে এগুলো ছাড়াও আরো অনেক কওমি মাদ্রাসা আছে যেগুলো শীর্ষস্থান দখল করে আছে। আর আমি পরবর্তী সময়ে সেই কওমি মাদ্রাসা গুলোর নাম এই তালিকায় যুক্ত করে দিবো।
পরিশেষে আপনার জন্য কিছুকথা
প্রিয় পাঠক, আপনাদের জন্য আজকের আর্টিকেলে বাংলাদেশের বিভিন্ন জেলার কওমি মহিলা মাদ্রাসার তালিকা শেয়ার করা হয়েছে। আশা করি, এই তালিকা থেকে আপনি বাংলাদেশের শীর্ষ কওমি মহিলা মাদ্রাসা গুলোর নাম জানতে পারবেন।
তো আপনি যদি আলাদা করে বাংলাদেশের অন্য কোনো জেলার কওমি মহিলা মাদ্রাসার নাম জানতে চান তাহলে নিচে কমেন্ট করবেন। আর এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।
মানুষ যা লিখে সার্চ করে: কওমি মহিলা মাদ্রাসার তালিকা, বাংলাদেশের সেরা মহিলা মাদ্রাসার তালিকা, কওমি মহিলা মাদ্রাসার তালিকা খুলনা, আবাসিক মহিলা মাদ্রাসা, মহিলা মাদ্রাসার তালিকা সিলেট, মহিলা মাদ্রাসার তালিকা ঢাকা, মহিলা মাদ্রাসার তালিকা চট্টগ্রাম, মহিলা মাদ্রাসার তালিকা কুমিল্লা, মহিলা মাদ্রাসার তালিকা গাজীপুর, ঢাকার সেরা কওমি মহিলা মাদ্রাসার তালিকা, ঢাকার বাইরে শীর্ষ কওমি মহিলা মাদ্রাসার তালিকা